নাসার ‘কলম্বিয়া’ মহাকাশযানে ঠিক কী ঘটেছিল?
১ম ফেব্রয়ারি ২০০৩ সালে, NASA-র ‘Colombia’ নামক মহাকাশযান পৃথিবীতে ফেরত আসছিল।ওই মহাকাশযানে ৭ জন মহাকাশচারী ও ছিল।যাদের মধ্যে একজন আমাদের ভারতের নাগরিক ‘কল্পনা চাওলা (KALPANA CHAWLA)’ নামক মহাকাশচারীও ছিলেন, যিনি এই মিশনের স্পেশালিষ্ট ছিলেন।
ওই ৭ জন মহাকাশচারী মহাকাশে ২ সপ্তাহ রাতদিন কাটানর পর মহাকাশ থেকে পৃথিবীতে ফিরছিল।তাদের পরিজনরা তাদের জন্য অপেক্ষা করছিলো কখন তারা পৃথিবীতে পা রাখবে। সবার জন্য এই মহাকাশযানটি যাতে ঠিকঠাক পৃথিবীতে নামতে পারে সেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু NASA-র জন্য সাধারণ একটা ব্যাপার ছিল।
কারণ , এর আগে ২৭ টা মহাকাশযান মহাকাশ থেকে পৃথিবীতে আনতে সক্ষম হোয়েছে NASA। তায় তাদের কাছে এটা সাধারণ ব্যাপার ছিল। NASA-র টিম নিয়মিত তাদের সঙ্গে কথোপকথন চালিয়ে যায়। Space Station থেকে ‘Charle Hobaugh’ নামে একজন ওই মহাকাশচারীদের সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছিল। অন্য দিকে Mission Commander ‘Rick Husband’ নামে মহাকাশচারী উত্তর দিচ্ছিল।
কিছুক্ষণ পর ‘Charle Hubaugh’ tire pressure reading এর ব্যাপারে কথাবললে। অপর দিক থেকে ‘Rick Husband’ শুধু একটাই কথা বলে ‘Roger’ তারপর তাদের সঙ্গে সম্পর্ক বিছিন্ন হয়ে যায়। Charle Hubaugh আবার ওই মহাকাশচারীদের সঙ্গে নতুন করে সম্পর্ক করার চেষ্টা করে কিন্তু ,অপর দিক থেকে কোনও উত্তর পাওয়া যায় না।
১০ মিনিট পর আবারও NASA -র Team তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তারা অসফল হয়। অনেকক্ষণ ধরে তারা চেষ্টা চালানোর পরও NASA র Team Member রা মহাকাশচারীদের সঙ্গে সংযোগ করতে পারে না। তারা হয়ত জানতোনা যে ওই মহাকাশযানটিতে একটি বড় ধামাকা হয়েছে।
কিছুক্ষণ পর NASA-র Office এ ফোন আসে , এবং একজন বলে যে ‘ TV টা On করে News দেখুন।’ TV On করলে তারা দেখতে পাই , আকাশ থেকে বড়ো আকারের আগুনের গোলা মাটির দিকে ধেয়ে আসছে। ঐ আগুণের গোলাটি আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পোড়ছে। সাধারণ মানুষরা আতঙ্কিত হয়ে সেই দৃশ্য দেকতে থাকে।
সকাল ৯.১২ মিনিট, Texas শহর এর মাটিতে পড়া ঐ Material গুলো Cheak করলে দেখা যায় Material গুলো ওই মহাকাশযানটির ছোট ছোট অংশ ছিল। NASA র Team এর কাছে স্পষ্ট যে , মহাকাশযানটি বড়ো এক দুর্ঘটনার শিকার হয়েছে।
কয়েকঘোণ্টা পর American President ‘George Bush’ দেশবাসীদের দুঃখের সঙ্গে জানায় ‘প্রিয় দেশবাসী Colombia একটি বড়ো দুর্ঘটনার শিকার হয়েছে , এমনকি ৭ মহাকাশচারীকেও আমরা হারিয়েছি।’ যাদের মধ্যে একজন ৪০ বছর বয়সের ভারতও মহিলা ‘KALPANA CHAWLA’ ‘ ও ছিলেন।
ঠিক কি হয়েছিল? ওই মহাকাশযানটির? সমস্ত ঘটনাটি জানার জন্য পরের পোষ্টের জন্য Follow করুন আমাদের এই Site www.newmoralstory.com